India Languages, asked by sandidsk, 2 days ago

নিচের অনুচ্ছেদটি পাঠ করে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন কর
ট্রেনে অসম্ভব ভীড়।
তিল ধারণের স্থান হয়তো আছে, মানুষ ধারণের সত্যসত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণিতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণিতে লোক গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণিরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণিটি খালি বলা চলে। সেখানেও সাহেবি পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন।
একটি স্টেশনে গাড়ি থামিয়াছে।
রাত্রি আটটা হইবে।
শ্রীপতি সামন্ত সমস্ত প্লাটফর্মে ছোটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর।
সকলে নেপোলিয়ান নহেন, সামন্ত মহাশয় তো নহেনই। সুতরাং তাহার দ্বারা অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেনযোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয় কে ছাড়িতে হইল।
কিন্তু অদ্য তাহার নিদ্রা নিতান্ত প্রয়োজন। বিগত তিন রাত্রি মোটে ঘুম হয় নাই। সর্বেশ্বরবাবুর নাতনীটির বিবাহের গোলমালে দুই রাত্রী তিনি চোখের পাতা বন্ধ করিতে পারেন নাই।
কাল তো অসহ্য গরম গিয়াছে।
লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে।
a. সামন্ত মশাইয়ের ঘুমিয়ে ঘুমিয়ে কলিকাতা যাওয়ার ইচ্ছে পূরণ হত - *

1)তৃতীয় শ্রেণির টিকিট থাকলে
2)প্রথম শ্রেণির টিকিট থাকলে
3)দ্বিতীয় শ্রেণির টিকিট থাকলে

Answers

Answered by arpitasarkarkirtania
0

Answer:

2)প্রথম শ্রেণির টিকিট থাকলে

Explanation:

কারণ প্রথম শ্রেণীতে শুধুমাত্র একজন লোক ছিল

Similar questions