একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন?
৩.২ কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে?
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ বড়াে রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে?
Answers
Answered by
1
Answer:
hate saree jaldi sukno hoye jai
Answered by
4
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরুপ -
- মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পড়েন কারণ বর্ষাকালে বৃষ্টির দরুণ বারবার শাড়ি ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শাড়ি বারবার কাচতে হয়। এখন, সিন্থেটিক শাড়ির কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাচার পর সেটি কুচকে যায় না। অর্থাৎ, সিন্থেটিক শাড়ি বর্ষাকালে বারবার কাচার জন্য খুবই সুবিধাজনক এবং তাই সিন্থেটিক শাড়ি বর্ষাকালে ব্যবহারের জন্য আদর্শ।
- বর্তমান সময়ে মানুষের বাসস্থান পরিবর্তনের প্রধান কারণগুলি হল - ১) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের (ভূমিকম্প,খরা,বন্যা ইত্যাদি) কবলে পড়ে বাসস্থান পরিবর্তনে বাধ্য হওয়া। ২) উন্নততর জীবন ও জীবিকার প্রয়োজনে নিজের ইচ্ছায় বাস স্থান পরিবর্তন করা।
- বড় রাস্তার পাশে বাড়ি হলে যে সকল অসুবিধা হয় তা হল - ১) রাস্তা থেকে আগত ধোয়া এ ধুলোবালি অনবরত বাড়ির ভিতরদিক নোংরা করে তোলে। ২) যানবাহনের অবিরাম হর্নের আওয়াজ ও অন্যান্য জোরালো শব্দ খুবই বিরক্তিজনক। ৩) যানবাহন-ঘটিত দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। ৪) বড় ও ভারী কোন যানবাহন গেলে সম্পূর্ণ বাড়ি অস্বস্তিকরভাবে কেঁপে ওঠে।
Similar questions
Math,
17 days ago
English,
17 days ago
Environmental Sciences,
17 days ago
Math,
1 month ago
Social Sciences,
1 month ago
Political Science,
9 months ago
Biology,
9 months ago