দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলাে—
ক) গ্রানচাকো
খ) পম্পাস
গ) ল্যানোস
গ) সেলভা
Answers
Answered by
2
Answer:পম্পাস
Explanation:
Answered by
2
দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদীর অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো পম্পাস তৃণভূমি।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের, পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এক বিশাল সমভূমি রয়েছে। এই সমভূমি অঞ্চল আমাজন,ওরিনাকো এবং লা-প্লাটা (প্যারাগুয়ে,পারানা ও উরুগুয়ে) নদী মিলিত অববাহিকা দ্বারা সৃষ্ট হয়েছে।
- এখন, দক্ষিণ আমেরিকা মহাদেশের উক্ত সমভূমি অঞ্চল পূর্বে আলোচিত বিভিন্ন নদীর অববাহিকা অনুযায়ী বিভিন্ন নামে পরিচিত। এই সমভূমি লা-প্লাটা নদীর অববাহিকায় "পম্পাস সমভূমি" নামে পরিচিত।
- সমভূমির নাম যেহেতু "পম্পাস", তাই এখানে যে তৃণভূমির সৃষ্টি হয়েছে সেইটি "পম্পাস তৃণভূমি" নামে পরিচিত।
- অতএব সঠিক উত্তর হল - বিকল্প খ।
Similar questions