Biology, asked by harackchandmandal, 6 hours ago

জগদীশবাবু রে কী কান্ড করেছেন, শোনেন নি হরিদা জগদীশবাবু কে ?কান্ডটি কী?​

Answers

Answered by Manjula29
6

বহুরূপী গল্প টি সুবোধ ঘোষ লিখেছিলেন ,এই গল্পের একটি চরিত্র হলেন জগদীশ বাবু , তিনি খুব ধার্মিক, অর্থবান হলেও খুব কিপটে ছিলেন।

এক হিমালয়- বাসি সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়ি তে এসেছিলেন সাত দিন থাকার জন্য, কিন্তু ওই  সন্ন্যাসী কাউকেই  নিজের পায়ের ধুলি নিতে দিতেন না ।

কিন্তু  জগদীশবাবু ওই সন্ন্যাসি কে সোনার বোল দেওয়া খড়ম পরাতে গিয়ে কৌশলে ওনার পদধূলি নিয়েছিলেন, এবং সন্ন্যাসী যখন বিদায় নিচ্ছিলেন তখন কিপটে জগদীশবাবু তাকে নগদ ১০০ টাকা প্রণামী হিসাবে দান করেছিলেন,

উক্ত অংশে জগদীশবাবুর ওই কাজ কেই কাণ্ড বলা হয়েছে।

Similar questions