India Languages, asked by sudarshan1286, 6 hours ago

আমার স্কুলে একটি অনুচ্ছেদ লিখুন (বাংলা)?​

Answers

Answered by jaineetpareek3
2

Answer:

আমাদের বিদ্যালয়

সূচনা: আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ইহা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত।

ইতিহাস ও ঐতিহ্য: আমাদের বিদ্যালয় আমাদের জেলার এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ১৯৬৫ সনে স্থাপিত হয়। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্টান ছিল কিন্তু পরবর্তীকালে সরকারি বিদ্যালয় পরিণত হয়। আমাদের অঞ্চলের বৈশিষ্ট্য জ্ঞানী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এই স্কুল স্থাপিত হয়।

অবস্থান: আমাদের স্কুল বর্ধমান জেলার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। জেলার মহকুমা থেকে আমাদের স্কুলের দূরত্ব অতি সামান্য। জাতীয় রাস্তার পাশে থাকায় এই স্কুলের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত।

অবকাঠামো: আমাদের বিদ্যালয়ে আঠারো টি শ্রেণিকক্ষ, দুইটি শিক্ষকদের কক্ষ এবং একটি কম্পিউটার ল্যাব রয়েছে। তাছাড়াও আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরী এবং একটি সাইন্স ল্যাবরেটরি ও আছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমাদের স্কুলের সম্মুখে একটি খেলার মাঠ ও পার্কিংয়ের ব্যবস্থা আছে।

আমাদের স্কুলে প্রায় আট শত ছাত্র-ছাত্রী রয়েছে। তাদেরকে সর্বমোট পনেরো জন শিক্ষক শিক্ষিকা নিয়মিত শিক্ষা দান করেন।

সহপাঠ ক্রমিক কার্যাবলী: প্রত্যেকদিন সমাবেশের মধ্যে দিয়েই আমাদের স্কুল আরম্ভ হয়। সমাবেশে শিক্ষকরা বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দিয়ে থাকেন এবং ছাত্ররা অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত উপস্থাপন করে। তাছাড়া বিভিন্ন সময়ে নানারকম সামাজিক এবং ধার্মিক উৎসব, বিশেষ বিশেষ দিবস খুব গুরুত্ব সহকারে পালন করা হয়।

উপসংহার: আমাদের বিদ্যালয় ভালো শিক্ষা এবং ভালো ফলাফলের জন্য পুরো জেলায় শিক্ষানুরাগীদের মধ্যে এক বিশেষ স্থান করে নিয়েছে। প্রকৃত অর্থে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সবাই বিদ্যালয়ের কল্যাণ কামনা করে। আমি এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে অনেক গর্ববোধ করে থাকি।

0

Answered by akashkumarxqv1
0

Explanation:

স্কুলে আমার প্রথম দিন অনুচ্ছেদ রচনা

প্রত্যেকের জীবনে কিছু বিশেষ ঘটনা এবং অভিজ্ঞতা থাকে। আমার জীবনেও কিছু ঘটনা। এবং অভিজ্ঞতা রয়েছে। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাবলীর মধ্যে একটি হচ্ছে স্কুলে আমার প্রথম দিন। আমি এখন দশম শ্রেণির ছাত্র। কিন্তু আমি স্পষ্টতই স্কুলে আমার প্রথম দিনটির কথা স্মরণ করতে পারি। ১৫ মার্চ, ২০০১ আমার বাবা আমাকে মঠবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন। এটিই ছিল আমার স্কুল জীবনের প্রথম দিন। প্রথমে তিনি আমাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গিয়েছিলেন। আমি খুব স্নায়ুদৌর্বল্য অনুভব করেছিলাম। কিন্তু তাঁর হাস্যজ্বল চেহারা দেখে এটি স্থায়ী হয়নি। তিনি সত্যিই একজন দয়ালু মনের ছিলেন। তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করেছিলেন এবং আমি তাকে আমার নাম বলেছিলাম। তারপর তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন। আমি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। তিনি খুব খুশী হয়েছিলেন। তারপর আমাকে ক্লাশে নিয়ে যাওয়ার জন্য তিনি একজন শিক্ষককে ডেকেছিলেন। তিনি আমার সহপাঠীদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার সহপাঠীরা আমাকে উষ্ণভাবে গ্রহণ করেছিল। আমি খুব সুখী অনুভব করেছিলাম। এরূপ ঘটনা আমি কখনো ভুলব না।

Similar questions