তপনের বাবা কাকা মামাদের সঙ্গে লেখক মেসো মোশায়ের কি কি মিল ছিল?
Answers
Answered by
0
Answer:
mark me as a brainliest
Answered by
0
প্রদত্ত প্রশ্নের উত্তর হল নিম্নরুপ -
- উদ্ধৃত প্রশ্নটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
- গল্পের প্রধান চরিত্র তপন তার লেখক মেসোমশাইয়ের সাথে আলাপ হওয়ার আগে ভাবতো যে লেখকরা বুঝি অতিলৌকিক কোন শ্রেণীভুক্ত কেউ।
- কিন্তু লেখক মেসোমশাইকে দেখে তপন বুঝেছিল যে লেখকরাও তপনের বাবা,কাকা,মামাদের মতোন নিছক একজন সাধারণ মানুষ যার দৈনন্দিন জীবনযাত্রাও সাধারন মানুষদের মতোনই। সেরকমই মেসোমশাইও লেখকের বাবা,কাকা,মামাদের মতোন দাড়ি কামাতেন,সিগারেট খেতেন, খাবার বেশী হলে আপত্তি জানাতেন, খবরের কাগজের কথা নিয়ে তর্ক বিতর্ক করতেন (তপনের ছোটমামার মতোন)।
- এইসমস্ত "নিছক মানুষের" মতোন দৈনন্দিন কাজকর্মগুলির ক্ষেত্রেই তপনের বাবা,কাকা,মামাদের সাথে তপনের মেসোমশাইয়ের মিল ছিল (লেখক হওয়া সত্বেও)।
Similar questions