'রন্তের মূল্য জহুরির কাছেই,- কথাটির তাৎপর্য ব্যাখা করো
Answers
Answered by
3
Answer:
যে জহরতের ব্যবসা করে সে যেমন আসল রত্ন চেনে,একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন।
Explanation:
Hope it's helpful for you
Answered by
6
'রত্নের মূল্য জহুরির কাছেই', - কথাটির তাৎপর্য হলো -
উপরোক্ত কথাটি হলো আসলে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্পের একটি অংশ।
জ্ঞানচক্ষু গল্পানুসারে উত্তরের ব্যাখ্যা :
- জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত প্রধান চরিত্র তপনের নিজের লেখা গল্পটির বিশ্লেষণ এবং কদর একমাত্র তপনের লেখক ছোটমেসোই করতে সক্ষম ছিলেন।
- গল্পের কদর একমাত্র যিনি গল্প লেখেন অর্থাৎ এক লেখকের কাছ থেকেই পাওয়া যায়। তাই এখানে "রত্নের মূল্য জহুরির কাছে" প্রবাদটি ব্যবহার করা হয়েছে। রত্ন বলতে তপনের লেখা গল্প এবং সেই গল্পের মর্ম বোঝার জহুরী হচ্ছেন তপনের লেখক ছোটমেসো।
- অর্থাৎ, এখানে প্রবাদটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।
অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা উক্ত প্রবাদটির ('রত্নের মূল্য জহুরির কাছেই') তাৎপর্য সম্পর্কে অবহিত হলাম।
Similar questions