Math, asked by profileazadbd, 6 hours ago

অষ্টভুজের অস্ত:স্থকোণ ও বহি:স্থকোণের মান নির্ণয় কর।

Answers

Answered by 9877486132rajbir
0

Answer:

বহুভুজের দুটি বাহু মিলিত হয়ে এক একটি কোণ উৎপন্ন করে। বহুভুজের অভ্যন্তরে দুটি বাহুর ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে অন্তঃকোণ বলে। বহুভুজের প্রতিটি শীর্ষ বিন্দুর জন্য কেবল একটি অন্তঃকোণ বিদ্যমান।

বহুভুজের অন্তঃকোণ (internal angle) ও বহিঃকোণ (external angle)।

যদি কোন সরল বহুভুজের প্রতিটি কোণ দুই সমকোণ অর্থাৎ 180° অপেক্ষা ক্ষুদ্র হয় তবে এ বহুভুজকে উত্তল বহুভুজ বলা হয়।

বিপরীতভাবে, কোন সরল বহুভুজের একটি বাহু এবং এর সন্নিহিত বাহুর বর্ধিত রেখা যে কোণ উৎপন্ন করে তাকে বহিঃকোণ বলে।

Answered by deepak9140
0

Step-by-step explanation:

বহুভুজ চেনো? অনেকগুলো ভুজ—অর্থাৎ বাহু মিলে যে আবদ্ধক্ষেত্র তৈরি হয় সেটাই বহুভুজ! বাহুর সংখ্যার ওপর ভিত্তি করে আমরা কিন্তু এদের বিভিন্ন নামে ডাকি। এই যেমন চারটা বাহু থাকলে চতুর্ভুজ, পাঁচটা থাকলে পঞ্চভুজ, এভাবে ষড়ভুজ, অষ্টভুজ ইত্যাদি ইত্যাদি! তোমরা সবাই হয়তো জানো যে চতুর্ভুজের ভেতরের সবগুলো কোণের সমষ্টি ৩৬০০। কিন্তু একটা পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ কিংবা শতভুজের ভেতরের কোণের সমষ্টি কত, তা চট করে বলে দিতে পারবে? চলো শিখে নিই বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি নির্ণয়ের চমৎকার এক পদ্ধতি! শেখাচ্ছেন কাজী ফারহান হোসেন পূর্ব

Similar questions