জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলাে ক) ভেনিজুয়েলা খ) গায়না গ) উরুগুয়ে ঘ) সুরিনাম
Answers
জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলাে গায়না , সুতরাং , এই প্রশ্নের উপযুক্ত উত্তরটি হল অপশন ( খ
খ) গায়না
জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলাে - গ) উরুগুয়ে.
Explanation:
দক্ষিণ আমেরিকার যে দেশটি জুন-জুলাই মাসে শীত অনুভব করে তা হল উরুগুয়ে। মকর রাশির বিষুব রেখা এবং গ্রীষ্মমন্ডল উভয়ই দক্ষিণ আমেরিকাকে কেটে দেয়। তবে, দক্ষিণ আমেরিকার একটি খুব ছোট অংশ বিষুবরেখার কাছে অবস্থিত। এর বেশিরভাগ অংশ মকর রাশির গ্রীষ্মমন্ডলে অবস্থিত।
উরুগুয়ের একটি আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু রয়েছে (কোপেন জলবায়ু শ্রেণিবিন্যাস অনুসারে সিএফএ)। এটি দেশব্যাপী মোটামুটি অভিন্ন, যেহেতু দেশটি সম্পূর্ণরূপে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে অবস্থিত। ঋতুগত তারতম্য বিদ্যমান, তবে তাপমাত্রার চরমতা বিরল। আবহাওয়া মাঝে মাঝে আর্দ্র থাকে।