পিঁপড়ে খুবই পরিশ্রমী প্রাণী। সে নিজের খাবার নিজেই জোগাড় করে। পিঁপড়ের এই খাদ্য সংগ্রহের ব্যাপারে তোমার কিছু জানা থাকলে সংক্ষেপে লেখো।
_____________
Please give the answer as soon as possible....
____________________
Answers
Answered by
10
Answer:
পিঁপড়ে মাংসাশী প্রাণী। মৃত কীট-পতঙ্গ, মাছের কাঁটা, পাখির পালক প্রভৃতি সংগ্রহ করে বাসায় নিয়ে যায় এবং অবসর মতো সকলে মিলে সেগুলি চেটে খায়। অন্যান্য পিঁপড়ের ডিম ও উই এদের উপাদেয় খাদ্য। নালসোরা সুকৌশলে উই ধরে থাকে। উইয়েরা কখনও অনাবৃত স্থানে যাতায়াত করে না, সর্বদাই অন্ধকারে থাকতে ভালবাসে। এই জন্যই মাটির সুড়ঙ্গ গাঁথতে গাঁথতে অগ্রসর হয়ে থাকে।
Similar questions