History, asked by pariagouranga1971, 5 hours ago

১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে ‘ হিন্দু প্যাট্রিয়ট’ কেমন ভূমিকা পালন করেছিল ?​

Answers

Answered by dishasindhu37
7

Answer:

সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল এর সূচনা হয় ১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের অন্যায় অত্যাচারের শিকার হয়ে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।এটি ছিল তাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র গণসংগ্রাম। তাদের এই আন্দোলনে নেতৃত্ব দেয় সিধু, কানু, চাঁদ,ভৈরব প্রমুখ। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিশের প্রবর্তিত চিরস্থায়ি বন্দোবস্তের ফলে তাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছিল। তাই সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা সোচ্চার হয়েছিল।[১]

Answered by affectionqueen648
3

Answer:

উত্তর: শিক্ষিত হিন্দু বাঙালিরা ১৮৫৫-১৮৫৬ খ্রিস্টাব্দে সংঘঠিত সাঁওতাল বিদ্রোহের বিরোধিতা করলেও এই বিদ্রোহের সমর্থনে এগিয়ে আসে হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র। এই পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল। তিনি পত্রিকায় লিখেছিলেন, শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিদ্রোহ করার পিছনে অনেক কারণ রয়েছে। সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে, অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা হয়েছে। শান্তিপ্রিয় সাঁওতালদের উপর অত্যাচার করে তাদের বিদ্রোহ করতে বাধ্য করার জন্য অত্যাচারীদের শাস্তির দাবিও করেন হরিশচন্দ্র।

Explanation:

Hope it's helpful!!!!

Similar questions