ছোটো ছোটো পাখিরা দেলনার মত বাসা তৈরি করে ---
Answers
Answer:
D) হিংস্র জন্তূদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ।
সমাধান
সম্পূর্ণ প্রশ্ন
ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে -
(ক) আরাম পাওয়ার জন্য
(খ) বাচ্চাদের সুবিধার জন্য
(গ) সরু ডালে বাসা তৈরীর কারণে
(ঘ) হিংস্র জন্তু দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
উত্তর :
এখানে উদ্ধৃতিটি হল - " ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে "
এই লাইনটি নিচের থেকে নেওয়া -
" টুনটুনি পাখি তার বাসা তৈরি করার আগে দুটি কি তিনটি পাতা সেলাই করে একটি বাটির মত তৈরী করে, তার মধ্যে নরম ঘাস পাতা দিয়ে সে তার বাশাটি বানায়। সেলাইয়ের সুতো সাধারণত রেশমের ব্যবহার করে; কাছে রেশন না থাকলে যে সুতো পায় তাই দিয়ে করে। সেলাইয়ের ছুঁচ হলো তার সরু ঠোঁট জোড়া। বাসাটা অনেকটা দোলনার মত ঝুলতে থাকে। খুব ছোট জাতের পাখিরা হিংস্র জন্তু আর সাপ গিরগিটি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রায়ই ঐরকম দোলনার মত বাসা তৈরি করে থাকে। অনেক জাতের পাখি আবার মাটিতেই বাসা করে, গাছে বাসা তারা পছন্দই করে না। তাদের মধ্যে কেউ কেউ আবার বাসা তৈরি করে না "
সুতরাং উপরের থেকে বলা যায় , ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে হিংস্র জন্তু দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
সর্বশেষ উত্তর
সঠিক বিকল্প হল -
(ঘ) হিংস্র জন্তু দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
লিঙ্গ পরিবর্তন 'বিহঙ্গ'
https://brainly.in/question/45477751
2. ‘দর্শন শব্দটির ব্যুৎপত্তি হলাে— (ক) দৃশ + অনট প্রত্যয় (খ) দশ + অন প্রত্যয় (গ) দৃশ + সন প্রত্যয় (ঘ) দৃশ - শন প্রত্যয়
https://brainly.in/question/44975061