India Languages, asked by nomitadhibar196, 7 hours ago

ক) শ্বাসাঘাত কাকে বলে ?​

Answers

Answered by maskurabibicomputer1
7

Answer:

বাংলা ব্যাকরণে শ্বাসাঘাতের সংজ্ঞায় বলা হয়েছে, তখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণের সময় অপেক্ষাকৃত বেশি জোর নিয়ে উচ্চারণ করা হয়, সেই জোরের মাত্রাকে শ্বাসাঘাত বলা হয়।

Answered by ansiyamundol2
1

Answer:

শ্বাসাঘাত বা প্রস্বর বলতে কোনও শব্দে বা শব্দের অংশবিশেষ তথা সিলেবলে স্বাভাবিকভাবে খানিকটা জোর দিয়ে উচ্চারণ করার ঘটনাকে বোঝায়।

Explanation:

  • শ্বাসাঘাতের সময় বক্তার উচ্চারণের শক্তি বা বল বেশি হয়, বহির্গামী বায়ুপ্রবাহের পরিমাণ বৃদ্ধি পায় ।
  • ইংরেজি ভাষাতে democracy শব্দটিতে দ্বিতীয় সিলেবলটিতে শ্বাসাঘাত পড়ে, কিন্তু democratic শব্দটিতে তৃতীয় সিলেবলে শ্বাসাঘাত পড়ে। যেসব সিলেবলে এই জোর পরিলক্ষিত হয় না, বলা হয় তারা প্রস্বরহীন বা শ্বাসাঘাতহীন
  • সব ভাষাতেই শ্বাসাঘাতের বিভিন্ন নির্দিষ্ট বিন্যাস থাকে; এই বিন্যাসকে বলা হয় প্রস্বরীকরণ বা শ্বাসাঘাতীকরণ। শ্বাসাঘাত নিয়ে গবেষণাকে বলা হয় শ্বাসাঘাততত্ত্ব।

সিলেবল সম্পর্কে বিস্তারিত জানার জন্য :

https://brainly.in/question/47545071

প্রস্বরীকরণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য :

https://brainly.in/question/7045521

#SPJ3

Similar questions