জবাবটা জেনে নেব মেজদাকে ঘুচিয়ে কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে?
প্লিজ জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে?
Answers
Answered by
1
Answer:
please write in english or hindi.
Answered by
1
‘জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। -
কবি সুকুমার রায় এর লেখা নােট বই কবিতায় বক্তা তার মেজদার কাছ থেকে ঝােলাগুড় কিসে দেয় সাবানে না পটকায় এই প্রশ্নের উত্তর জানবেন৷
- গুড় এক প্রকারের মিষ্টদ্রব্য আখ , তালের রস কিংবা খেজুরের রস থেকে তৈরি করা হয় ।
- আখ, খেজুর এবং তাল গাছের রস তাপ দিয়ে ঘন করে বড় খোলা পাত্রে ছেঁকে রাখা হয় ও পরে তা পাক দিয়ে গুড় তৈরি করা হয়।
- গুড় অনেক প্রকারের হয়ে থাকে ঝোলাগুড়, পাটালিগুড়, চিটাগুড়, নলেন গুড় , হাজারী গুড় , ভেলি গুড় ইত্যাদি
- গুড় দিয়ে পিঠা, পায়েস , নলেনগুড়ের সন্দেশ আরও অনেক সুস্বাদু খাদ্যসামগ্রী প্রস্তুত করা হয় ।
Similar questions
Social Sciences,
3 hours ago
Computer Science,
3 hours ago
Social Sciences,
8 months ago
Science,
8 months ago