শূন্যস্থান পূরণ করো:
ক) গ্রামের খোলা জায়গায় ________ কোনো চিহ্ন থাকবে না।
খ) সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের ________ ও ________ নিকাশের ব্যাবস্থা রাখতে হবে।
গ) প্রতিটি শৌচাগারে পরিষ্কার - পরিচ্ছন্ন ও স্বাভাবিক ________ ________ সংস্থান রাখতে হবে।
ঘ) খাটাল, শুকরের খামার, মুরগির পোল্ট্রি প্রভৃতি অতি ঘন ________ এলাকা থেকে দূরে রাখতে হবে।
ঙ) গ্রামের পরিবেশ ________ করে গড়ে তুলবার জন্য বৃক্ষরপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে।
চ) নলকূপ ও নদীর জল ________ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে হবে।
ছ) জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক সাস্থবিধান অভিযানকে একটি ________ আন্দোলনের রূপ দিতে হবে।
স্বাস্থ্য ও শারির্শিক্ষা অধ্যায়।
Bangla Class 8.
Answers
Answered by
1
Hello. ♡(◍•ㅅ•◍)♡
ক। মলত্যাগের
খ। চাতাল ও জল
গ। আলো বাতাসের
ঘ। জনবসতি পূর্ণ
ঙ। নির্মল
চ। নিরাপদ
ছ। সামাজিক
This will definitely help you . Good luck. & Please mark me as brainliest
Similar questions