CBSE BOARD X, asked by jkgamer9999, 6 hours ago

২.১ ‘সমানি সম শীর্ষাণি ঘনানি বিরলানি চ’ - কথাটির অর্থ কী?​

Answers

Answered by synmondal14
31

Answer:

সমানি সম শীর্ষাণি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ হলো প্রতিটি অক্ষর সমান এবং প্রতিটি ছাত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন।

Explanation:

অংশটি নেয়া হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম নামে গল্প থেকে যার লেখক নিখিল সরকার ছদ্মনাম শ্রীপান্থ। প্রাচীনকালে লিপিকুশলীদের গুনি বলে সম্মান করা হতো। তাদের দিয়ে নানা বই নকল করানো হতো। তাদের হাতে লেখা সম্বন্ধে লেখক একথা বলেছেন।

Answered by Anonymous
5

সমানি সম শীর্ষাণি ঘনানি বিরলানি চ’ - কথাটির অর্থ হলো - সমস্ত অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল তথা পরিচ্ছন্ন।

উপরোক্ত উত্তরটি সঠিকভাবে বোঝার জন্য আমাদের উত্তর সম্বন্ধিত আরো কিছু তথ্য সম্পর্কে অবহিত হতে হবে।

উত্তর সম্পর্কিত আরো কিছু তথ্য :

  • উদ্ধৃত প্রশ্নটিই প্রবন্ধকার শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
  • প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রবন্ধকার শ্রীপান্থের আসল নাম হচ্ছে নিখিল সরকার।
  • প্রবন্ধের নাম অনুযায়ী এই প্রবন্ধে প্রবন্ধকার কালি ও কলম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং স্মৃতি রোমন্থন করেছেন।

অতএব, আমরা প্রদত্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ3

Similar questions