Hindi, asked by somabiswas2702977, 5 hours ago

৩.২ উপসর্গের আরেক নাম ‘আদ্যপ্রত্যয়’ কেন ?​

Answers

Answered by Manjula29
1

আদ্য শব্দের অর্থ হলো আদিতে বা প্রথমে। প্রত্যয় কথার অর্থ হল মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি করে। মূল শব্দের আদিতে বা প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্যপ্রত্যয় বলে। উপসর্গের কাজটিও সেই রকম।  অর্থাৎ উপসর্গ হল সেই সব বর্ণ যেগুলি শব্দের আগে বসে শব্দের অর্থ কে পুরোপুরি বা আংশিক বদলে দেয়।তাই উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয়।

Similar questions