৪. সমুদ্রে অনেকসময় অ্যালগাল রুম দেখা যায়। এর কারণটি খুঁজে বার করাে। (ক) সমুদ্রের জলে তেল মিশে যাওয়ার ফলে (খ) সমুদ্রে প্লাস্টিকজাত জিনিস ফেলা হলে (গ) সমুদ্রের জলের অম্লতা বেড়ে যাওয়ার ফলে (ঘ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে
Answers
Answered by
4
Answer:
option c
সমুদ্রের জলে অম্লতা বেড়ে যাওয়ার জন্য
I hope it's help you
Answered by
0
এখাণে প্রশ্নে সমুদ্রে অনেকসময় অ্যালগাল রুম দেখা যায়। এর কারণটি খুঁজে বার করতে বলা হয়েছে , উপযুক্ত উত্তর টি হল :-
ঘ ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে অনেকসময় সমুদ্রে অ্যালগাল রুম দেখা যায়। এগুলি সমুদ্রে এক ধরনের ষৈবাল তৈরি করে , যা সমুদ্রে এর জলে দূষণ ঘটায় । এই দূষণ সামুদ্রিক প্রাণীর ক্ষতি করে ।
Similar questions