কোন্ তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গাে-বন্দনা, অলক্ষ্মী বিদায়, কঁড়াখুঁটা, গােরুখুটা প্রভৃতি পালিত হয় ?
answer me
Answers
Answered by
10
কালীপূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে প্রাচীন উৎসব গাে-বন্দনা,অলক্ষী বিদায়, কাঁড়াখুটা, গরুখুটা প্রভৃতি পালিত হয়।
- বাংলার বিভিন্ন অঞ্চলে হিন্দু রমণীদের দ্বারা দীপাবলির সন্ধ্যায় অলক্ষ্মী বিদায় পালিত হয়ে থাকে ।
- আশ্বিন সংক্রান্তিতে অলক্ষ্মী বিদায় ও লক্ষ্মী বরণ করা হয় কিছু অঞ্চলে ।
- অলক্ষ্মী পুজোর মাধ্যমে আমাদের মনের ঈর্ষা, মলিনতা, অহংকার ও তার ফলে আসন্ন দুর্ভাগ্য কে দূর করে ধন, ধান্য ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর বন্দনা করে তাকে আমাদের গৃহে স্থাপন করা হয় ।
- দেবী লক্ষ্মী এবং অলক্ষ্মীর সহাবস্থান কিন্তু একই সঙ্গে ঘটে ।
- মাতৃশক্তির জ্যেষ্ঠা রুপকে বিদায় দিয়ে লক্ষ্মীরূপকে বরণ করা হয় |
Similar questions