Geography, asked by goutampramanik895, 1 day ago

একটি বা দুটি বাক্যে উত্তর দাও: ৩.১ মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিও-র অবদান উল্লেখ করাে।​

Answers

Answered by Anonymous
0

মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিও-র অবদান হল নিম্নরূপ -

অবদান :

  • গ্যালিলিও দূরবীন আবিষ্কারের মাধ্যমে মহাকাশের ব্যাপারে গভীরতর গবেষণা করার পথ মানব সমাজের কাছে উন্মুক্ত করেন।
  • তিনি নিজেই আবিষ্কার করতে পেরেছিলেন :
  1. বৃহস্পতি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ।
  2. চাঁদও যে পৃথিবীর মতোন অসমান তথা গভীর খাদে ভরা পাথুরে এক বস্তু (মহাজাগতিক)।

এছাড়াও মহাকাশ নিয়ে গ্যালিলিও-র আরও অনেক আবিষ্কার ছিল, যার জন্যই তাঁকে পৃথিবীর সব সময়ের শ্রেষ্ঠ মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম বলে পরিগণিত করা হয়।

অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা মহাকাশ বিষয়ক গবেষণায় গ্যালিলিও- অবদান সম্পর্কে আলোচনা সম্পন্ন করলাম।

Similar questions