History, asked by shrija76, 6 hours ago

৪.৪ রাজিয়া তার মুদ্রায় নিজেকে ‘সুলতান’ বলে দাবি করেছেন? সত্যি না মিথ্যা​

Answers

Answered by AneekRoy
7

Answer:

মিথ্যা

Explanation:

কারণ ও একটি মেয়ে তাই ওর মুদ্রা 'সুলতানা' হবে।

Answered by Manjula29
0

রাজিয়া তার মুদ্রায় নিজেকে ‘সুলতান’ বলে দাবি করেছেন, এটা সত্যি

রাজিয়া সুলতানা ছিলেন ভারতবর্ষের প্রথম নারী শাসক, তিনি ছিলেন ইলতুৎমিশ এর কন্যা। তিনি  মেধাবী, পরিশ্রমী আর বুদ্ধিমতী ছিলেন। ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি প্রবল আগ্রহ ছিলো রাজিয়ার। যুদ্ধের প্রতিও ছিলো তার প্রচন্ড জানার ইচ্ছা। যুদ্ধের বিভিন্ন কৌশল এবং রাজনীতি তিনি তার পিতার কাছে শিখিয়েছিলেন। রাজনীতি আর যুদ্ধবিদ্যা নিয়ে রাজিয়া সব সময় ব্যস্ত থাকতেন।  তিনি ছিলেন তার পিতার যোগ্য উত্তরসুরি, সেই কারনে ইলতুৎমিশ কন্যা রাজিয়াকে তার উত্তরাধিকারী হিসেবে  মনোনীত করে যান।  একজন পুরুষ শাসকের যে যে গুন থাকা উচিৎ রাজিয়ার চরিত্রে ও ঠিক সেই সকল গুন ছিল, তিনি নিজেকে একজন পুরুষ শাসক হিসাবেই ভাবতেন, আর সেই কারনেই রাজিয়া তার মুদ্রায় নিজেকে ‘সুলতান’ বলে দাবি করেছেন।

Similar questions