‘আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য দুর্গমি প্রকৃতির’– ভৌগােলিক কারণ ব্যাখ্যা করাে।
Answers
Answered by
4
Answer:
নিরক্ষীয় জলবায়ু্ অঞ্চলের অন্তর্গত আমাজন অববাহিকার ক্রান্তিয় বৃষ্টিঅরন্য একাধিক ভৌগলিক কারনে হয়ে উঠেছে দূর্গম প্রকৃতির-সূর্য সারাবছর লম্বভাবে কিরন দেওয়ায় আমাজন অঞ্চলে অসহ্য উষ্ন এক অবহাওয়া বিরাজ করে৷ সাথে সাথেই প্রচুর বৃষ্টিপাত হয়৷ ফলে এই অববাহিকার ক্রান্তিয় বৃষ্টি অরন্য দুর্ভেদ্য এক গভীর অরন্য হয়ে উঠেছে৷
Similar questions