Biology, asked by chandrasekherdas1234, 3 days ago

(ঘ) এক চামচ নুন এক কাপ জলে গােলার পরে সেই নুনজলাকে দুদিন রােদে রাখলে কি হবে‌

Answers

Answered by Param555
0

Answer:

জলটি শুকিয়ে যাবে এবং নুন এর পরিমান কমে যাবে

Answered by qwmagpies
1

এক চামচ নুন এক কাপ জলে গােলার পরে সেই নুনজলাকে দুদিন রােদে রাখলে জল শুকিয়ে নুন পরে থাকবে

  • কোনো দ্রবনে যে বস্তু দ্রবীভুত হয় তাকে দ্রাব্য বলে ও যে বস্তুর মধ্যে দ্রবীভুত হয় তাকে দ্রবণ বলে।
  • নুন জলে নুন হলো দ্রাব্য ও জল হলো দ্রবণ।
  • এক চামচ নুন এক কাপ জলে গােলার পরে সেই নুনজলাকে দুদিন রােদে রাখলে রোদের তেজে জল শুকিয়ে যাবে ও শুধু নুন কাপের নীচে থিতিয়ে পরে থাকবে।

Similar questions