৯. একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটরগাছের সংকরায়ণ ঘটানাে হলাে। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটরগাছের স্বপরাগযােগ ঘটানাে হলে দ্বিতীয় অপত্য জনুতে - (ক) অর্ধেক মটরগাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটরগাছ সবুজ বীজযুক্ত হবে (খ) সব মটরগাছ সবুজ বীজযুক্ত হবে (গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে (ঘ) সব মটরগাছ হলুদ বীজযুক্ত হবে
Answers
উত্তর গ) সঠিক হবে
Explanation:
বিশুদ্ধ হলুদ বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ হবে YY
বিশুদ্ধ সবুজ বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ হবে yy
এখানে Y জিনটি প্রকট এবং y জিনটি প্রচ্ছন্ন
প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটর গাছের জিনোটাইপ হবে Yy এবং এদের মধ্যে সংকরায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন মটর গাছের ৩/৪ ভাগ হলুদ বীজযুক্ত এবং ১/৪ ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে
P YY × yy
F1 অথবা প্রথম অপত্য জনু Yy
F2 অথবা দ্বিতীয় অপত্য জনু Yy × Yy
Y y
Y YY Yy
y Yy yy
YY or Yy -- হলুদ
yy -- সবুজ
অনুপাতটি হবে = ৩/৪ : ১/৪
হলুদ : সবুজ