Math, asked by 2016subhendu, 6 hours ago

১৪। একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা ৬৪ মিটার মাঠটির ক্ষেত্রফল কত?​

Answers

Answered by mukherjeepuchi9
1

Given: একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা 64 মিটার I

To find:আমাদের মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে I

Solution:

বর্গাকার মাঠের পরিসীমার সুত্র হলো 4\times বাহুর দৈর্ঘ্য  

বর্গাকার মাঠটির পরিসীমা 64 মিটার I

অতএব, বাহুর দৈর্ঘ্য হবে-  

=\frac{64}{4} \\=16

বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সুত্র হলো =  বাহুর দৈর্ঘ্য\timesবাহুর দৈর্ঘ্য  

অতএব, বর্গাকার মাঠটির ক্ষেত্রফল   =16\times 16\\=256

মাঠটির ক্ষেত্রফল 256 বর্গমিটার I  

Answered by pulakmath007
2

SOLUTION

বলা আছে

একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা ৬৪ মিটার

নির্ণয় করতে হবে

মাঠটির ক্ষেত্রফল

সূত্র প্রযোজ্য

  • বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × একটি বাহুর দৈর্ঘ্য

  • বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)²

উত্তর

বলা আছে একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা ৬৪ মিটার

∴ 4 × একটি বাহুর দৈর্ঘ্য = ৬৪ মিটার

⇒ একটি বাহুর দৈর্ঘ্য = ১৬ মিটার

∴ মাঠটির ক্ষেত্রফল

= (বাহু)² বর্গমিটার

= (১৬)² বর্গমিটার

= ২৫৬ বর্গমিটার

সর্বশেষ উত্তর

মাঠটির ক্ষেত্রফল = ২৫৬ বর্গমিটার

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12%, আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।

https://brainly.in/question/21418479

2. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার 10 বছরের সুদ সুদ-আসলের হবে তা নির্ণয় করি।

https://brainly.in/question/24784406

Similar questions