India Languages, asked by basudeb007, 4 days ago

'আজ সকালে মনে পরল একটি গল্প'- গল্পটি বিবৃত করো।​

Answers

Answered by Sonumaster
0

Answer:

change in english to answer your questions.

Answered by Anonymous
1

গল্পটির বিবৃতি হলো নিম্নরুপ -

  • বিখ্যাত সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত "নাটোরের কথা" নামক গল্প থেকে, উদ্ধৃত প্রশ্নটি নেওয়া হয়েছে।
  • লেখকের যে গল্পটি এখানে মনে পড়েছে সেইটি হল আসলে আসলে নাটোরে কংগ্রেসের প্রভেন্সিয়াল কনফারেন্সে কথোপকথনের মাধ্যমে হিসেবে বাংলা ভাষার প্রচলন করার গল্প।
  • লেখক এবং তার পরিবারস্থানীয় অনেকেই নাটোরের মহারাজের আমন্ত্রণে কংগ্রেসের প্রভেন্সিয়াল কনফারেন্সের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে ট্রেন ও পরবর্তীতে স্টিমারের মাধ্যমে নাটোরে পৌঁছে লেখক দেখেন যে সেখানে তাদের জন্য এলাহি আয়োজন করা হয়েছে।
  • এরপর, গোলটেবিল বৈঠকের সময় বৈঠক বাংলায় হবে না ইংরেজিতে সেই বিষয়ে কংগ্রেসের নেতাদের মধ্যে একটি চূড়ান্ত মাত্রার আভ্যন্তরীণ বিতর্কের সৃষ্টি হয়। লেখক অবনীন্দ্রনাথ এবং আরো অনেকেই বাংলা ভাষায় বক্তৃতা হওয়ার পক্ষে অনড় ছিলেন। তা সত্বেও যখন ইংরেজিতে বক্তৃতা শুরু হয়েছিল তখনই লেখক ও তার সমর্থক সঙ্গীরা "বাংলা বাংলা" বলে প্রতিবাদের ঝড় তুলেছিলেন। এইভাবে বিকট প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত মতভেদ শিকেয় তুলে, উক্ত বৈঠকটি বাংলা ভাষাতেই সম্পন্ন হয়েছিল।
  • এইভাবে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে বাংলা ভাষার প্রচলন হওয়ার গল্পটির কথাই লেখকের মনে পড়েছিল।
Similar questions