India Languages, asked by punambiswasbkp123, 6 hours ago

পাখি দিয়ে বাক্য রচনা​

Answers

Answered by dishasamanta01
4

Answer:

পাখি - পাখিদের খাঁচার থেকে আকাশে মানায় ।

Explanation:

কতকগুলো শব্দ একত্র হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে

Answered by poonammishra148218
0

Answer:আমাদের চারপাশে আমরা নানা ধরনের পাখি দেখতে পাই। এসব পাখির শরীরজুড়ে থাকে বিচিত্র রঙের সমাহার। স্বভাবের দিক থেকে একেক পাখি একেক রকম। কোনো পাখি অস্থির প্রকৃতির, কেউ বা আবার লড়াকু স্বভাবের। এসব পাখির কেউ কেউ সুরেলা কণ্ঠে গান করে। কোনো কোনোটি মানুষের কথা বা অন্যান্য প্রাণীর ডাক নকল করতে পারে। কোনো কোনো পাখি খুব সুন্দর করে বাসা বানাতে পারদর্শী। এ পাখিগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। পাখিরা আমাদের বন্ধু।

Explanation:

Step 1:দুর্গাপূজা হিন্দু ধর্মের একটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।

2. দুর্গাপূজা শরৎকাল অর্থাৎ আশ্বিন মাসে উদযাপিত হয় বলে দুর্গাপূজার অন্য নাম শারদীয় উৎসব।

3. দুর্গাপূজা সমাজের ধনী-গরীব, নর-নারী, ছোট-বড়, সকল মানুষের মিলনের উৎসব।

4. দুর্গাপূজা সমস্ত হিন্দু সমাজে প্রচলিত থাকলেও বাঙালি হিন্দু মানুষের কাছে দুর্গাপূজা সবচেয়ে শ্রেষ্ঠ            উৎসব।

5. সাধারণত দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়।

6. দুর্গাপূজার পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়াদশমী নামে      পরিচিত।

7. দুর্গা ষষ্ঠীর দিনে মা দুর্গাকে আহ্বান এর মাধ্যমে দুর্গাপূজার শুরু হয়।

8. পূজার চতুর্থ দিন অর্থাৎ দশমী তিথিতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি হয়।

Step 2:ময়ূর সাধারণত শান্ত শিষ্ট লাজুক প্রকৃতির।

ময়ূরের গায়ের বর্ণ নীল হয়।

তাদের শরীরে বিভিন্ন রংয়ের পালক থাকে।

তাদের দুইটি দীর্ঘ পা এবং মাথায় একটি মুকুট থাকে।

ময়ূরের নাচ খুবই উপভোগ্য। তারা বৃষ্টির আনন্দে নিত্য করে।

ময়ূর খুব বেশি উড়তে পারে না ওরা শুধু গাছের এক শাখা থেকে অন্য শাখায় উড়ে বেড়ায়।

ময়ূর ভারতের জাতীয় পাখি।

ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ময়ূর পাওয়া যায়।

ময়ূরের পালক থেকে বিভিন্ন ধরনের বস্তু তৈরি হয়।

ময়ূর পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন যাপন করে।

আমাদেরকে কখনোই ময়ূর হত্যা করা উচিত নয়।

Step 3: বৎসরের সর্বপ্রথম ঋতু গ্রীষ্মকাল।

গ্রীষ্মকাল বলতে বৈশাখ ও জৈষ্ঠ মাস কে বোঝায়।

গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা খুবই প্রখর হয়।

গ্রীষ্মকালে চারিপাশের আবহাওয়া খুবই গরম থাকে।

গ্রীষ্মকালে বাতাস শুষ্ক হওয়ার জন্য বারবার আমাদেরকে জল পান করতে হয়।

গ্রীষ্মকালে দুপুরবেলা মানুষের জন্য চলাফেরা কঠিন হয়ে পড়ে।

এই ঋতুতে কখনো কখনো কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয়।

Learn more about similar questions visit:

#SPJ1

Similar questions