নীচের শব্দগুলাে দিয়ে বাক্য গঠন কর--
কান -
কানে ওঠা - (শ্রুতি গােচর হওয়া) -
কান কাটা - (লজ্জাহীন)-
কানে যাওয়া - (শুনতে পাওয়া) -
(খ)
খাওয়া -
মার খাওয়া - (প্রহার)-
খাপ খাওয়া - (মানিয়ে চলা) -
চাকরি খাওয়া - (বরখাস্ত হওয়া) -
Answers
Answered by
5
Answer:
can,t understand the language..
Answered by
18
নীচের শব্দগুলাে দিয়ে বাক্য রচনা হলো-
- কান - হাতির কান দুটি অনেক বড়ো l
- কানে ওঠা - (শ্রুতি গােচর হওয়া) - কথাটি তার কানে উঠেছে l
- কান কাটা - (লজ্জাহীন)- কোনো কান কাটার কাজ করো না l
- কানে যাওয়া - (শুনতে পাওয়া) - কথাটি তার কানে যায়নি l
(খ)
- খাওয়া - ছেলেটি রাস্তার কুকুরটিকে খাওয়ালো l
- মার খাওয়া - (প্রহার)- সবার কাছে মার খাওয়া তার অভ্যাস হয়ে দাড়িয়েছে l
- খাপ খাওয়া - (মানিয়ে চলা) - সবার সাথে থাকতে হলে খাপ খায়িয়ে চলতে হয় l
- চাকরি খাওয়া - (বরখাস্ত হওয়া) - সে তার চাকরি খাওয়ালো l
Similar questions