Science, asked by proy82861, 6 hours ago

৭, ঔ - তােমার ইন্দ্রিয়গুলাে নানানভাবে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়। ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যে জোড়টি যথাযথ নয় তা চিহ্নিত করাে — ক) খুব গরমে শরীরে অনেক ঘাম হয় খ) হঠাৎ চোখে আলাে পড়লে চোখ বুজে যায় গ) খুব মিষ্টি খাবারে জিভ জ্বালা করে ঘ) অনেকক্ষণ খুব জোরে আওয়াজ শুনলে কষ্ট হয় , না নানান নয়?​

Answers

Answered by dasjayanta993
0

গ) খুব মিষ্টি খাবার খেলে জীভ জ্বালা করে

Explanation:

খুব ঝাল খাবার খেলে জীভ জ্বালা করে।

Answered by Anonymous
0

ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যে জোড়টি যথাযথ নয় তা হল : খুব মিষ্টি খাবারে জিভ জ্বালা করে।

ইন্দ্রিয় ও উদ্দীপনায় সাড়া দেওয়ার মধ্যেকার তাৎপর্য

-

  • আমাদের শরীরে যে সকল ইন্দ্রিয় রয়েছে সেইগুলি পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে। সহজ কথায় বলতে পারি যে ইন্দ্রিয়সমূহ আমাদের পরিবেশের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষার কাজে সাহায্য করে।
  • উদাহরণ - উদ্দীপনা হিসেবে যদি বাহ্যিক পরিবেশ থেকে চোখের উপর আলো ফেলা হয় তাহলে চোখ নিজেকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এখানে চোখ বন্ধ হয়ে যাওয়া হলো আলো পড়ার উদ্দীপনা বিরুদ্ধে চোখের ইন্দ্রিয় হিসেবে সাড়া দেওয়া।

উপরোক্ত উদাহরণ থেকে আমরা আগেই জানতে পেরেছি যে বিকল্প খ-এর বক্তব্যটি সঠিক। সেইভাবেই বিকল্প ক এবং বিকল্প ঘ-ও সঠিক।

কিন্তু, বিকল্প গ এইক্ষেত্রে সঠিক নয়,কারণ মিষ্টির বদলে ঝাল খাবারে আমাদের জিভ জ্বালা করে।

তাই, আমরা বলতেই পারি যে বিকল্প গ অর্থাৎ মিষ্টি খাবারে জিভ জ্বালা করে, এই বক্তব্যটি সঠিক নয়।

Similar questions