মাকু কি দিয়ে তৈরি হয়
Answers
Explanation:
তাঁতবিশ্বের একটি বহুল প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মাকু। এমন কোন তাঁত নেই যে, তাঁতে মাকুর ব্যবহার নেই। ছোট কিংবা বড় সব তাঁতেই মাকু লাগবেই। অন্যান্য তাঁতে মাকু'কে পাশে রাখা হয়। কিন্তু জামদানি তৈরির ক্ষেত্রে মাকু'কে বাইনের সুতার নিচ দিয়ে একদিক থেকে অন্যদিকে ছুঁড়ে দেওয়া হয়। মাকুর যে সুতাটি আছে তা বাইনের সুতা।
Answer:
মাকু ঘড়ির কল দিয়ে তৈরি।
তাঁতবিশ্বের একটি বহুল প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মাকু। এমন কোন তাঁত নেই যে, তাঁতে মাকুর ব্যবহার নেই। ছোট কিংবা বড় সব তাঁতেই মাকু লাগবেই। অন্যান্য তাঁতে মাকু'কে পাশে রাখা হয়। কিন্তু জামদানি তৈরির ক্ষেত্রে মাকু'কে বাইনের সুতার নিচ দিয়ে একদিক থেকে অন্যদিকে ছুঁড়ে দেওয়া হয়। মাকুর যে সুতাটি আছে তা বাইনের সুতা।
মাকুর কাজ হল ডিজাইন অনুযায়ী শেড তৈরি হওয়ার পর শেডের ভেতর দিয়ে পড়েন সুতাকে এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছে দেয়া। এর ফলে টানা ও পড়েন সুতার বন্ধনীর মাধ্যমে কাপড় তৈরি হয়ে থাকে।
এটা উন্নতমানের কাঠ দ্বারা তৈরি করা হয়। এর এক প্রান্তে সুতা প্রবেশ করানোর জন্য একাধিক চক্ষু থাকে এবং দুই প্রান্তে ধাতব নোজ বা টিপ থাকে। এর মাঝখানে নলি স্থাপন করার জন্য একটি জিহ্বা থাকে।
এটা একটা বাংলা প্রশ্ন l
আরও দুটি বাংলা প্রশ্ন,
https://brainly.in/question/9179234
https://brainly.in/question/5630001