আলী নুরপুর গ্রামের একজন গরীব কৃষক। তিনি চাষাবাদের সাথে সংশ্লিষ্ট উচ্চ ফলনশীল বীজ, সার, সেচ ইত্যাদী সম্পর্কে জানেন। কিন্তু এসব সুবিধা পাওয়ার কোন সামর্থ্য নেই। এ কারণেই তিনি তার ক্ষেত থেকে পর্যাপ্ত ফরষ পেতে ব্যর্থ হন। আমাদের দেশের সাধারণ চিত্র এটাই।
ক) মাথাপিছু আয় কী?
খ) অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বােঝায়? গ) নিজ জমিতে পর্যাপ্ত ফসল উৎপাদনে আলীর ব্যর্থতার কারণগুলাে কী কী? তােমার পাঠ্যবইয়ের আলােকে তা বিশ্লেষণ কর।
ঘ) আমাদের কৃষিখাতের এই প্রতিবন্ধকতা গুলাে দূর করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিৎ? নিজের মতাে ব্যাখ্যা কর।
Answers
Answered by
0
Answer:
আপনি এত লিখছেন কেন কাউকে জিজ্ঞাসা করুন
Similar questions