India Languages, asked by 3rumpadas, 11 hours ago

ভুলো দিয়ে বাক্য রচনা

Answers

Answered by aadianshuman1234
3

Answer:

pls mark me as brainliest

Explanation:

HOME সূচিপত্র ABOUT ME CONTACT US PRIVACY POLICY DISCLAIMER OUR MISSION SLST ZONE

বাক্য রচনা : নিয়ম ও উদাহরণ | বাক্য রচনা pdf | Bakya rachana in Bengali | Bakko rochona | বাক্য গঠন

অক্টোবর ০৫, ২০২০

বাক্য রচনাবাক্য রচনা করার নিয়ম

বাক্য রচনা করা ছোটোদের ভাষা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চর্চা। ছোটোবেলায় সুন্দর সুন্দর বাক্য রচনা করতে পারলে বড়ো হয়ে শুদ্ধ ও সুন্দর ভাষায় বড়ো বড়ো উত্তর ও প্রবন্ধ লেখা সহজ হয়ে যাবে। তাই ছোটোদের বাক্য রচনার বিষয়টিকে কখনোই কম গুরুত্ব দিয়ে দেখবেন না। আসুন জেনে নিই ভালো বাক্য-রচনা করার কয়েকটি উপায়।

বাক্য রচনা pdf ডাউনলোড করতে এবং তালিকা দেখতে নিচের দিকে যান।

১: বাক্য রচনা যেন দায়সারা না হয়। দায়সারা বাক্য রচনা করলে বাক্যটি ব্যাকরণগত ভাবে শুদ্ধ হলেও তাতে পুরো নম্বর দেওয়া হবে না। তার কারণ, বাক্য রচনা একটি দক্ষতামূলক কাজ। তাই বাক্য রচনা করার সময় খেয়াল রাখতে হবে একটি বাক্যে কমপক্ষে ৫-৬টি শব্দ যেন অবশ্যই থাকে। অল্প বয়সে বড় আকারের বাক্য রচনা করার অভ্যাস গড়ে তুললে পরবর্তী জীবনে দীর্ঘ রচনা লেখা অনেক সহজ হয়ে উঠবে। 

২: বাক্যের ভাবটি একেবারে সাদামাটা হলে বাক্য সুন্দর হয় না। বাক্যের ভাবটিই তার আসল সৌন্দর্য। তাই বাক্যের মধ্যে শিশুমনের উপযুক্ত মহৎ ধারণা, প্রাকৃতিক সৌন্দর্য, মানবিক চেতনা, সুকুমার প্রবৃত্তি, সমাজবোধ ইত্যাদির প্রকাশ ঘটা বাঞ্ছনীয়। এতে শিশুদের চরিত্র-গঠনেও সুপ্রভাব পড়বে।

৩: বাক্যের মধ্যে ছেদ বা যতি-চিহ্নের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। এ জন্য ছেদ ও যতিচিহ্নের ব্যবহার ভালো মতো শিখে নিতে হবে। 

৪: যে শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হবে, বাক্যের অন্যান্য শব্দগুলিকে তার সঙ্গে মানানস‌ই হতে হবে। যেমন: 'পুষ্প' শব্দ দিয়ে বাক্য রচনা করতে হলে 'গাছ' শব্দের পরিবর্তে 'বৃক্ষ' শব্দটি ব্যবহার করতে হবে। গাছ-এর সঙ্গে পুষ্প বেমানান, কিন্তু বৃক্ষের সঙ্গে পুষ্প মানানসই।

৫: বাক্য রচনা করার সময় সাধু ও চলিত ভাষা মিশিয়ে ফেললে চলবে না। একে গুরুচণ্ডালী বলে। গুরুচণ্ডালী দোষ করলে বাক্য রচনা ভুল হয়েছে বলে ধরা হয়। তাই সব সময় চেষ্টা করতে হবে চলিত ভাষায় বাক্য রচনা করতে। যদি সাধু ভাষায় বাক্য রচনা করার কথা উল্লেখ করা থাকে, তবেই সাধু ভাষা ব্যবহার করা উচিত।

৬: বাক্যের মধ্যে ভাবগত সামঞ্জস্য রক্ষা করতে হবে। অবিশ্বাস্য তথ্য, অবিশ্বাস্য যুক্তি, অলৌকিক বা হাস্যকর কথা দিয়ে বাক্য রচনা করা চলবে না। এই বিষয়টি বিস্তারিত জানার জন্য বাক্য গঠনের শর্তাবলী পড়ে নেওয়া ভালো। 

৭: বানানের দিকে নজর রাখতে হবে। বানান ভুল কখনোই কাম্য নয়, কিন্তু বাক্য রচনার ক্ষেত্রে বানান ভুল একটি বড়ো ত্রুটি।

Answered by chumkipore
1

Answer:

আমার মনটা বড়ো ভুলো।

Explanation:

please mark me as brainlist

Similar questions