তৈলাক্ত খাদ্যবস্তুতে কি আছে বােজায় ?
Answers
Answered by
3
Answer:
¥€¶¥€¥
Explanation:
¥¥$¥€€¥$¥¥¶¶¶¶$$¥$$$$$¢¥¥¥¥.
Answered by
0
তৈলাক্ত খাদ্যবস্তুতে স্নেহ পদার্থ থাকে
স্নেহ পদার্থ :- যে সমস্ত যৌগ সাধারণত জৈব দ্রাবকে মিশে যায় কিন্তু জলে গলে যায় না বা মিশে যায় না , তাকেই স্নেহ পদার্থ বলে।
কিছু কিছু স্নেহ পদার্থ আছে যারা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, তাদেরকে তেল বলা হয়। আর কিছু কিছু স্নেহ পদার্থ আছে যারা স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে সেগুলিকে চর্বি বা fat বলা হয়। সব ধরনের স্নেহ পদার্থ মানুষের খাওয়ার যোগ্য নয় , খাদ্য হিসাবে আমরা কৃত্রিম মাখন,মাখন, ননী গ্রহন করতে পারি।
Similar questions