‘আজ সকালে মনে পড়ল একটি গল্প’– গল্পটি বিবৃত করাে।
Answers
Answered by
0
Answer:
whatttttttttttt
thank you for points
Answered by
6
প্রদত্ত প্রশ্নের উত্তর হলো নিম্নরুপ -
- উদ্ধৃত প্রশ্নটি (এবং উক্তিটি) অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গল্প থেকে নেওয়া হয়েছে।
- এখানে যে গল্পের কথা বলা হয়েছে, সেইটি হল আসলে নাটোরের প্রভেন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষা প্রচলন করার গল্প।
- লেখক ও আরো অনেকে নাটোরের মহারাজের আমন্ত্রণে প্রভেন্সিয়াল কনফারেন্সের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেন ও স্টিমারের মাধ্যমে নাটোরে পৌঁছে লেখক দেখেন যে সেখানে এলাহি আয়োজন করা হয়েছে।
- পরবর্তীতে গোলটেবিল বৈঠকের সময় বৈঠক বাংলায় হবে না ইংরেজিতে সেই বিষয়ে কংগ্রেসের নেতাদের মধ্যে একটি আভ্যন্তরীণ বিতর্কের সৃষ্টি হয়। লেখক অবনীন্দ্রনাথ এবং আরো অনেকেই বাংলা ভাষায় বক্তৃতা হওয়ার পক্ষে ছিলেন। ইংরেজিতে যেই বক্তৃতা শুরু হয়েছিল তখনই লেখক ও তার সঙ্গীরা "বাংলা বাংলা" বলে প্রতিবাদের ঝড় তুলেছিলেন। এইভাবে প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত বৈঠকটি বাংলা ভাষাতেই সম্পন্ন হয়েছিল।
- এইভাবে প্রাদেশিক সম্মেলনে বাংলা ভাষার প্রচলন হওয়ার গল্পটির কথাই লেখকের মনে পড়েছিল।
Similar questions
Environmental Sciences,
21 hours ago
Math,
21 hours ago
Biology,
1 day ago
Math,
1 day ago
Math,
8 months ago