History, asked by mdrayin25, 1 day ago

আমি ত সওদা করিতে আসি না কথাটি বুঝিয়ে লিখ​

Answers

Answered by arshiyanazahmed
2

Answer:

please ask in English or Hindi

Answered by Anonymous
9

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত উক্তিটি এবং উদ্ধৃত প্রশ্নটি বরেণ্য লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
  • লেখকের কন্যা মিনির বিয়ের দিন কাবুলিওয়ালা অর্থাৎ রহমত তার অতি আদরের খোঁখীকে (মিনিকে) দেখার জন্য লেখকের বাড়ি এসে উপস্থিত হয়। রহমতের জেল খাটার ব্যাপার আর মিনির জীবনের এক গুরুত্বপূর্ণ দিন, এই সমস্ত বিষয়ে সাতপাঁচ ভেবে লেখক সেইদিন রহমতকে নিজের কন্যা মিনির সাথে দেখা করতে দেননি।
  • হতাশ রহমত চলে যেতে যেতেও আবার ফিরে এসে লেখকের হাতে কিছু আঙ্গুর, কিসমিস, বাদাম এনে ধরিয়েছিল খোঁখীকে (মিনিকে) দেওয়ার জন্য।
  • ভদ্রতার খাতিরে লেখক রহমতকে সেই আঙ্গুর, কিসমিস, বাদামের দাম দিতে উদ্যত হয়েছিলেন। সেই প্রসঙ্গেই রহমত প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছিল।
  • রহমত আসলে লেখকের কন্যা মিনির মধ্যে নিজের কন্যাসন্তানের স্বরুপ খুঁজে পেয়ে, মিনিকে খুবই ভালোবেসে ফেলেছিল। অনেককাল পরে সে যখন জেল থেকে ছাড়া পেয়ে মিনির বিয়ের দিন লেখকের বাড়ি এসেছিল তখন সে যেসব জিনিসপত্র নিয়ে এসেছিল তা বিক্রি করার জন্য নয়, বরং মিনির প্রতি স্নেহ ভালোবাসার উপহার হিসেবে নিয়ে এসেছিল।
  • নিঃস্বার্থ ভালোবাসা কেমনভাবে এক কাবুলিওয়ালার সওদাগরীর স্বার্থকে পর্যন্ত ভুলিয়ে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ হল এই উক্তিটি।
Similar questions