রবি ৫০.৩০ মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল ৷ টুকরো দুটোর দৈর্ঘ্যর যথাকক্সমে ১০.২০মিটার ও ১১.৩০ মিটার। রবি মোট কত দৈঘ্রোর ফিতা ও কত দই দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো ?
Answers
Answer:
আমি ১৪ বছর বয়সের একজন বাংলাদেশী মেয়ে। আমার উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। আমি কি আরো লম্বা হব? আমার তরুণাস্থি মূল হাড়ের সাথে মিশে গেছে কিনা কীভাবে বুঝব? তরুণাস্থি মূল হাড়ের সাথে মিশে গেলে উচ্চতা বৃদ্ধির আর কোনো সম্ভাবনাই কি থাকে না?
উত্তরটা আমি এভাবে শুরু করতে পারতাম, আপনার পিরিয়ড শুরু হয়েছে কি হয় নি! তার ওপর নির্ভর করছে পরবর্তী পরামর্শ । প্রশ্নটি ব্যক্তিগত হয়ে যেত তাই অন্যভাবে উত্তর দিচ্ছি।
আমরা যাকে গ্রোথ প্লেট বলি আপনি একে তরুণাস্থি বোঝাচ্ছেন হয়তো। গ্রোথপ্লেট হাড়ের সাথে মিশে গেলে হাড়গুলোর লম্বা হওয়ার আর কোন সুযোগ নেই। তবে প্রস্থে বাড়তে পারে।
তরুণাস্থি হাড়ের সাথে মিশে যাওয়ার প্রমাণ হলো রক্তে ইস্ট্রোজেন হরমোনের আবির্ভাব। অর্থাৎ আপনার মাসিক শুরু হয়ে গেলে বুঝতে হবে ইস্ট্রোজেন হরমোন পূর্ণমাত্রায় নিঃসরণ শুরু হচ্ছে। আপনি সাধারণত ষোল বছর পর্যন্ত লম্বা হতে থাকবেন যদি না ইস্ট্রোজেন হরমোন এর কার্যকারিতা পূর্নদমে শুরু না হয় । পুরুষে