সাক্ষাৎ মাত্র লক্ষ্মী দেবীর কাছে মেঘনাদ কি জানতে চেয়েছিলেন
Answers
Answer:
কোজাগরী লক্ষ্মীপুজো আজ বাংলার ঘরে ঘরে। ভক্তিভরে লক্ষ্মীদেবীর আরাধনা করে তাঁর কাছে সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন গৃহস্থ। লক্ষ্মীপুজোয় ফলমূল, মিষ্টি ও নাড়ুর পাশাপাশি লক্ষ্মীদেবীকে খিচুড়ি ও পায়েস নিবেদন করতেই হয়।
Explanation:
১৩ই কার্তিক ৩০ অক্টোবর, শুক্রবার চতুর্দশী সন্ধ্যা ৫টা ২০ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমার নিশিপালন ও পূজা ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। আজকের নিশি হল মহানিশি। এই রাত্রি জাগরনে ধনবৃদ্ধি।
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ প্রাপ্তির আশায় মাতৃ আরাধনায় যুক্ত হন সবাই। এর মধ্যে সাধারণ দৃষ্টিতে বিচার করলে, চতুর্বর্গের মধ্যে অর্থ মানুষের কাছে অধিক কাম্য। একথা অস্বীকার করে লাভ নেই যে, বর্তমান যুগে স্বরস্বতীর কৃপা পেতে গেলেও আগে প্রয়োজন লক্ষ্মীর কৃপা। খাতা-পেন্সিল থেকে শুরু করে, ভালো স্কুল-কলেজে পড়া, ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, যেদিকেই আপনি হাত বাড়ান না কেন, আপনার আর্থিক সৌভাগ্য অবশ্যই থাকতে হবে।
শাস্ত্র পুরাণে মহালক্ষ্মীকে আদিশক্তি ভগবতী দেবী রূপে মানা হয়েছে। তাঁর কৃপাতেই মানুষ ধন-দৌলত-সুখ-স্বাচ্ছন্দ-যশ-মান প্রতিষ্ঠা লাভ করে। তাঁর দয়া মমতা মহাসাগরের মতো। তিনি কখনওই কারও প্রতি কঠোর হোন না। যে কোনও মানুষ যদি ভক্তি ভরে ব্যাকুলভাবে তাঁর উপাসনা বা আরাধনা করেন তাহলে দুর্ভাগ্য দূর হয়ে, সৌভাগ্য আসবে এবং ধনলাভ ঘটবে। আর এবার শুক্রবার মহালক্ষ্মীর দিনেই লক্ষ্মীপূজা অত্যন্ত শুভ। দেবী দুর্গা আমাদের কর্মের প্রেরণা দেন, সাফল্য লাভের শক্তি দেন। দেবী লক্ষ্মী ধন-সম্পদ সঞ্চয়ের শক্তি দেন।
লক্ষ্মী ও অলক্ষ্মী দুই বোন। যে বাড়িতে শুদ্ধতা, পরিছন্নতা, শান্ত নম্নভাব থাকে, সেখানে লক্ষ্মীর বাস আর যেখানে অশুদ্ধতা ,অপরিষ্কার ভাব, কলহ-বিবাদ উগ্র মেজাজ, হিংসা থাকে সেখানে থাকে অলক্ষ্মীর বাস। মা লক্ষ্মীর কৃপায় শুধু অর্থলাভ নয়, সন্তান লাভ, স্বামী-স্ত্রীর মধুর সম্পর্ক নির্ভর করে। চার হাতের মা লক্ষীকে বলা হয় মাতা বৈভব লক্ষ্মী, শুক্রবার যার পূজার দিন। মা মহালক্ষ্মী কে দেখা যায় কর্দম থেকে উত্থিত হয়ে পদ্মের উপরে বসে আছেন, যা আধ্যাত্মিক পবিত্রতা ও শক্তির প্রতীক।