ধাতুর তড়িৎ পরিবহন একটি ভৌত পক্রিয়া ব্যাখ্যা কর
Answers
Answered by
0
Answer:
ভৌত প্রক্রিয়া বলতে আমরা বুঝি কোন একটি যৌগ বা বস্তু বিক্রিয়ার মাধ্যমে অন্য কোন একটি নতুন বস্তুর উদ্ভব ঘটালেও তাও আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। যেমন উদাহরণস্বরূপ আপনার প্রশ্ন অনুযায়ী, ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের ফলে সাধারণভাবে তড়িৎ পরিবাহীত হলে তা আবার ঠিক কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। যে কারণে বলা যায় ধাতুর তড়িৎ পরিবহন একটি ভৌত প্রক্রিয়া।
Similar questions