তোরা সব জয়ধ্বনি কর কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন
Answers
Answered by
6
Helloヾ(๑╹◡╹)ノ"
উঃ 'প্রলয়োল্লাস' কবিতায় কবি নজরুল পরাধীন – নিপীড়িত মানুষজনদের মহাকালের জয়ধ্বনি করতে বলেছেন ।
Please mark me as brainliest .
Answered by
2
কবি জয়ধ্বনি করতে বলেছেন কারণ :
কাল ভয়ংকরের বেশে কালবৈশাখী আসছে। সে আসছে অন্যায় অসত্য পুরাতন কে ধ্বংস করে চিরসুন্দর নতুনকে গড়তে সেই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর "প্রলয়োল্লাস" কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী সকল মানুষকে জয়ধ্বনি করতে বলেছেন।
আরও তথ্য :
অক্টোবর 1922 খ্রিস্টাব্দে কবি কাজী নজরুল ইসলামের রচিত 'অগ্নিবীণা' তাঁর প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ।
এই '' কাব্যগ্রন্থের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'।
যদিও এটি গীতিকা হিসেবে সমধিক প্রচলিত।
'প্রলয়োল্লাস' শব্দের অর্থ প্রলয়ের কারণে আনন্দ।
#SPJ3
Similar questions