প্রযুক্ত বল = বস্তুর_______+ বস্তুতে উৎপন্ন________.
Answers
Answer:
প্রধান মেনু খুলুন
উইকিপিডিয়া
অনুসন্ধান
Banner logo
চলছে উইকিপিডিয়া এশীয় মাস ২০২১
প্রতিযোগিতায় অংশ নিন ও এশিয়া থেকে একটি পোস্টকার্ড জিতে নিন।
[অনুবাদের কাজে আমাদের সাহায্য করুন!]আড়াল করুন
বল
যে বাহ্যিক প্রভাবে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয়
ভাষা
PDF ডাউনলোড করুন
নজরে রাখুন
সম্পাদনা
পদার্থবিদ্যায় বল (ইংরেজি: Force) হল এমন এক বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর বেগের মান বা অভিমুখ উভয়ের পরিবর্তন ঘটাতে সক্ষম (যেমন স্থির বস্তু গতিশীল করা, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করা কিংবা গতিশীল বস্তুকে স্থির করা)। কোনও নির্দিষ্ট ভরের বস্তুতে বলপ্রয়োগের মধ্যমে তার গতিবেগ পরিবর্তন করা যায়। বলপ্রয়োগের মাধ্যমে যদি বস্তুর গতিবেগ বৃদ্ধি হয় তাহলে পদার্থবিদ্যার সংজ্ঞা অনুযায়ী সেই প্রক্রিয়াকে বলা হয় ত্বরণ । পদার্থবিদ্যায় বল হল এমন একটি রাশি যার মান ও অভিমুখ উভয়ই বর্তমান তাই এটি একটি ভেক্টর রাশি। কোন বস্তুতে বলপ্রয়োগ করার পর বস্তুটি পূর্ণ স্থিতিশীল অবস্থায় যতক্ষণ না পৌছায় ততক্ষণ বলের প্রভাবে বস্তুটির আকৃতিগত পরিবর্তন ঘটতে থাকে। বলের এসআই একক নিউটন এবং একে ইংরেজি অক্ষর {\displaystyle {\textit {F}}}{\displaystyle {\textit {F}}} এর মাধ্যমে প্রকাশ করা হয়।
বল
Force examples.svg
বলকে সাধারণ ভাবে ধাক্কা বা ঠেলা হিসেবে বিবেচনা করা যায়। মহাকর্ষ, তাড়িতচৌম্বক বল কিংবা অন্য কোন বলের কারণে বস্তুর ত্বরণ ঘটতে পারে।
সাধারণ প্রতীক
{\displaystyle {\textit {F}}}{\displaystyle {\textit {F}}}, {\displaystyle {\textbf {F}}}{\displaystyle {\textbf {F}}}, {\displaystyle {\vec {F}}}{\displaystyle {\vec {F}}}
এসআই একক
নিউটন (N)
এসআই মৌলিক এককে
{\displaystyle kg\cdot ms^{-2}}{\displaystyle kg\cdot ms^{-2}}
মাত্রা
{\displaystyle MLT^{-2}}{\displaystyle MLT^{-2}}
নিউটনের দ্বিতীয় সুত্রমতে, কোন বস্তুর উপর প্রযোজ্য বলের মোট পরিমান সময়ের সাথে তার ভরবেগের পরিবর্তনের মানের সমান হয়। বলকে সাধারণভাবে ভর ও ত্বরণের গুনফল রূপে প্রকাশ করা হয়। বস্তুর ভর যদি ধ্রুবক হয় তাহলে সূত্র অনুযায়ী, যে বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে যে অভিমুখে বল প্রয়োগ করা হয় সেই অভিমুখে বস্তুর ত্বরণ তার উপর প্রযোজ্য বলের সমানুপাতিক এবং সেই বস্তুর ভরের ব্যাস্তানুপাতিক হয়।
পদার্থবিদ্যায় বলবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়গুলি হলঃ ঠেলা বা থ্রাস্ট যার মাধ্যমে কোন বস্তুর গতিবেগ বৃদ্ধি করা যায়; টানা বা পুল যার মাধ্যমে বস্তুর গতিবেগ হ্রাস করা যায় এবং টর্ক বা ঘূর্ণন সঞ্চারক বল যার মাধ্যমে কোন বস্তুর ঘূর্ণন গতিবেগ পরিবর্তন করা যায়। কোন বস্তুর একটি অংশে বলপ্রয়োগ করলে সেই অংশ থেকে তার আশেপাশের সংলগ্ন অংশে প্রযোজ্য বলের প্রভাব ছড়িয়ে পরে এবং এইভাবে সম্পূর্ণ বস্তুতে বলের প্রভাব ছড়িয়ে পড়ার এই ঘটনাকে বলা হয় আভ্যন্তরীণ যান্ত্রিক পীড়ন বা মেকানিকাল স্ট্রেস। এইরুপ যান্ত্রিক পীড়নের ফলে বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়না কারণ প্রযোজ্য বলের অংশ একে অপরের সঙ্গে ভারসাম্য স্তাপন করে নেয়। বস্তুর কোন অংশে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশের বলপ্রয়োগ করা হলে তা একটি সরল যান্ত্রিক পীড়নের উদাহরণস্বরূপ এবং এই ক্ষুদ্রাতিক্ষুদ্র বলের অংশগুলির পরস্পরের মধ্যবর্তী ভারসাম্য যদি বিচ্যুত হয় তাহলে তা বস্তুতে ত্বরনের সৃষ্টি করে। বলবিদ্যার সঙ্গে সংযুক্ত পদার্থবিদ্যার আরেকটি বিসয়বস্তু হল চাপ। চাপ সাধারণত কঠিন পদার্থের বিকৃতি ঘটায় বা তরল পদার্থের প্রবাহ ও গতিবেগ প্রভাবিত করে।
ধারণার বিকাশ
প্রাক নিউটনীয় ধারণা
নিউটনিয় বলবিদ্যা
আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব
বর্ণনা
মৌলিক বল
বলের একীভূতকরণ
মৌলিক বল থেকে উৎপন্ন বলসমুহ
ঘূর্ণন এবং টর্ক
বলবিজ্ঞানে সমাকলন এবং অন্তরকলনের উপযোগিতা
পরিমাপের একক
তথ্যসূত্র
FaysaLBinDaruL দ্বারা ৯ দিন আগে সর্বশেষ সম্পাদিত
উইকিপিডিয়া
বিষয়বস্তু সিসি বাই-এসএ ৩.০-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে।
গোপনীয়তার নীতি ব্যবহারের শর্তাবলীডেস্কটপ