নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়ােজন। এ বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখাে।
Answers
Answer:
ছবিটি আপনার উপকারী হবে বলে মনে করছি...
Explanation:
Plz mark me as brainliest answer....
প্রতি
সম্পাদক
আনন্দবাজার পত্রিকা
কলকাতা- 700034
স্যার,
ভাগীরথী নদীর তীরে কালনা 1 ব্লকে নদীর তীরগুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ বছর বন্যায় নদীতে অনেক কৃষি জমির ক্ষতি হয়েছে।
তাই দরিদ্র কৃষকরা সরকারের কাছ থেকে কিছু সাহায্য আশা করছেন। এই জমিগুলোই আমাদের দরিদ্র গ্রামবাসীদের আয়ের একমাত্র উৎস। এই বিশাল ক্ষতি একটি অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করেছে।
তোমার বিশ্ব্স্ত
কুমার গৌরব
কালনা ১ ব্লক
Explanation:
বাংলার জনপ্রিয় নতুন কাগজ আনন্দবাজার পত্রিকার সম্পাদককে এই চিঠির মাধ্যমে কালনা ১ বোলক গ্রামবাসীর অবস্থা এই অঞ্চলের সবাইকে জানানো হয়েছে। যাতে করে সরকার ও ভালো মনের মানুষ যে কোনোভাবে তাদের সাহায্য করতে এগিয়ে আসে।
দরিদ্র মানুষ এবং চাষীদের সাহায্য করার জন্য গ্রামবাসীদের এবং সরকারকে লালনপালনের সম্মুখীন হওয়া সংগ্রাম সম্পর্কে সবাইকে সচেতন করার এটাই একমাত্র উপায়।