বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বাবার নিকট পত্র লিখ
Answers
Answer:
বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বাবার নিকট পত্র লিখ
Explanation:
Answer:
রায়দিঘি
১৪.১১.২০২১
শ্রীচরণেষু,
বাবা, তুমি জেনে খুশি হবে যে আমি খুব ভালোভাবে পাশ করে সপ্তম শ্রেনিতে উঠেছি। আগামীকাল থেকে আমার নতুন ক্লাস শুর হয়েছে।
নতুন নতুন বই। পড়তে খুব ভালো লাগছে। স্যারেরা আমার অনেক প্রশংসা করেছে। মা আমাকে রোজ পড়াচ্ছে। মা বলেছে আমি চেষ্টা করলে আসছে বছর প্রথম স্থান অধিকার করতে পারব।
এখানে আমরা ভালো আছি। আসা করি তুমিও ভালো আছ আর ভালো থাকো। কবে বাড়ি আসবে জানাবে। তুমি আমার প্রণাম নেবে
শ্রী দেবদাস হালদার ইতি
২৬/১ টালিগঞ্জ রোড তোমার আদরের
কলকাতা - ৭০০০২৬ রমেশ