রক্ত দান শিবির দুই বন্ধুর মধ্যে সংলাপ
Answers
স্যাম: হাই রাহুল
রাহুল: হাই স্যাম
স্যাম: তুমি কেমন আছো
রাহুলঃ আমি ভালো আছি
স্যাম: তুমি কোথায় যাচ্ছ?
রাহুল: আমি রক্তদান শিবিরে যাচ্ছি
sam: রক্তদান শিবির!
রাহুল: হ্যাঁ!
স্যাম: আমি কি তোমার সাথে আসতে পারি?
রাহুল: অবশ্যই! চলো যাই!
mark me brainliest please!
রক্তদান শিবির সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ হলো নিম্নরুপ -
যদু : সুপ্রভাত বন্ধু! এই সাতসকালে চললে কোথায়?
মধু : আরে ভাই, আমাদের অঞ্চলের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি সেখানেই যাচ্ছে রক্তদান করতে। পারলে তুমিও চলো আমার সাথে।
যদু : না হে বন্ধু, আমি ওসবে নেই। যাদের ইচ্ছা হবে তারা করুক, এমনিতেও এসব করে হবেই বা কি?
মধু : তোমার থেকে এরকম অবিবেচকের মতোন কথা আমি সত্যিই আশা করিনি বন্ধু। বলছো কি তুমি! এসব করে কি হবে? প্রতিবছর রক্তের অভাবে কোন রোগীর প্রাণনাশ হয় সেইব্যাপারে বিন্দুমাত্র ধারণা আছে তোমার? যদি থাকতো তাহলে হয়তো এমন কথা বলতে না।
যদু : রক্তের অভাবে মৃত্যু? রক্তের কোন কৃত্রিম বিকল্প নেই নাকি?
মধু : না নেই। রক্তকে সম্পূর্ণভাবে কৃত্রিম উপায়ে প্রস্তুত করতে বিজ্ঞান এখনও অপারগ। তাই রোগীর জন্য রক্তের জোগানোর জন্য রক্তদানের উপরেই ভরসা করা হয়। সেইজন্যই রক্তদান শিবিরের গুরুত্ব অপরিসীম। তোমার একটিবারের রক্তদান হয়তো কোন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়ে দেবে।
যদু : আমার সত্যিই এত কিছু জানা ছিল না বন্ধু। আমি সত্যিই অবিবেচকের মতন কথা বলে ফেলেছিলাম। ক্ষমা করো আমাকে। আমিও যাব তোমার সাথে রক্তদান শিবিরে আর আমি আমার পরিচিত সবাইকেও বলবো রক্তদান শিবিরে যাওয়ার জন্য।
মধু : তোমার এই ব্যাপারে সঠিক উপলব্ধি হয়েছে জেনে খুব ভালো লাগলো।
যদু : চলো তবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, দুই বন্ধু মিলে রক্তদান করে আসি।
মধু : নিশ্চয়ই!