কারা বাংলা জানে? আমি বাঙালি আর কেউ কি বাঙালি আছে?
Answers
Answer:
এই প্রশ্ন এবং উত্তর গুলি 2022 সালের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ...
Explanation:
u r bangali
ঘটি বাঙাল বিভেদ শুধু মাত্র সনাতনী বাঙ্গালী দের মধ্যে সীমিত। সেই বাঙ্গালী যাঁরা হিন্দু আচার, রীতি নীতি মেনে চলতেন আঞ্চলিক প্রভাবে ও বর্ণ বিভাজনের নির্দেশ; ভৌগলিক ও স্থানীয় সামাজিক কারণেই সেই বাঙালিদের মধ্যে প্রচুর ভাষাগত এবং ব্যবহারিক পার্থক্য হয়। এখানে এটাও বুঝতে হবে যে বৃহত্তর বাঙ্গালী জাতি কোনও একটি উপজাতি থেকে সৃষ্টি হয়নি। হিন্দু বাঙালিদের মধ্যে যে ভাষাগত প্রকারভেদ সেটা অনেকাংশে মুসলিম বাঙালিদের সাথে সমাপতিত হলেও, ব্যবহারিক ও আচারগত প্রকার ভেদ সম্পূর্ণ অভ্যন্তরীণ। ধর্মীয় নির্দেশিকার কারণেই মুসলিম বাঙালিদের আচার ও রীতিনীতি গত প্রকার ভেদ অনেক সীমিত, কিন্তু হিন্দু বাঙালিদের সনাতনী উৎসের কারণেই বহু আঞ্চলিক ও বর্ণ জাত বিভাজন। ঘটি ও বাঙাল হিন্দুদের মূল বিভেদ ভাষাগত নয়, এবং ভৌগলিক ভাবে সেটা কিছুটা পূর্ব ও পশ্চিম বিভেদ জাত হলেও তার অনেক ব্যতিক্রম হয়। মূল বিভেদ এখানে দৈনন্দিন জীবন যাপনের, জীবন দর্শনের, খাদ্যাভাসের, পূজা, আরাধনা, আচার, বৈবাহিক রীতি, জীবন ধারনের প্রায় সমস্ত ক্ষেত্রে। তাই ঘটি বাঙাল বিভেদ নিয়ে মুসলিম বাঙালিদের বিব্রত হওয়া অহেতুক।
এখনও যেসব মুসলিম বাঙালিদের ঘটি বাঙাল বিতর্ক, এবং সে নিজে ঘটি না বাঙাল এই চিন্তা বিব্রত করছে, তাদের উদ্দেশ্যে এটাই বলার, আপনি যদি আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা করে থাকেন তাহলে আপনি অবশ্যই বাঙাল (কিছু ব্যতিক্রম এ ঘটি হতে পারেন), কিন্তু আপনি যদি দীপাবলির সন্ধায় অলক্ষ্মী বিদায় দিয়ে লক্ষ্মী বরণ করেন তাহলে আপনি অবশ্যই ঘটি।
hope my answer helps you
hii rijit
ur age
drop some thx plz
it's Isha