বিপিনচন্দ্র পাল ‘স্বরাজ’ বলতে কী মনে করতেন?
Answers
পাল, বিপিনচন্দ্র (১৮৫৮-১৯৩২) দেশপ্রেমিক, রাজনীতিবিদ, বাগ্মী, সাংবাদিক, লেখক। ১৮৫৮ সালের ৭ নভেম্বর সিলেটের এক বিত্তশালী কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রামচন্দ্র পাল ছিলেন একজন ছোট জমিদার এবং সিলেট আইনজীবী শ্রেণির একজন সদস্য। বৈষ্ণব মতানুসারী হলেও তিনি ছিলেন হিন্দু আচার-অনুষ্ঠান এবং ইসলামি চিন্তা-চেতনা দ্বারা প্রভাবান্বিত।
পাল, বিপিনচন্দ্র (১৮৫৮-১৯৩২) দেশপ্রেমিক, রাজনীতিবিদ, বাগ্মী, সাংবাদিক, লেখক। ১৮৫৮ সালের ৭ নভেম্বর সিলেটের এক বিত্তশালী কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রামচন্দ্র পাল ছিলেন একজন ছোট জমিদার এবং সিলেট আইনজীবী শ্রেণির একজন সদস্য। বৈষ্ণব মতানুসারী হলেও তিনি ছিলেন হিন্দু আচার-অনুষ্ঠান এবং ইসলামি চিন্তা-চেতনা দ্বারা প্রভাবান্বিত।পিতামাতার একমাত্র পুত্র বিপিনচন্দ্র পাল সিলেট শহরের নিকট প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তিনি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে সেখান থেকে এন্ট্রান্স পাস করেন। অতঃপর তিনি প্রেসিডেন্সি কলেজএ ভর্তি হন। কিন্তু ডিগ্রি অর্জনের পূর্বেই তিনি পড়াশোনা ত্যাগ করেন। তাঁর সাহিত্যিক যোগ্যতা ছিল উল্লেখযোগ্য এবং তিনি ব্যাপকভাবে গীতা এবং উপনিষদ চর্চা করেন।
Hope is helps you free fire lover:)