History, asked by mandirasingh06, 1 day ago

নিম্নবর্গের ইতিহাসের উপর আলোক পাত করেছেন এমন কয়েকজন গবেষক এর নাম বলো?​

Answers

Answered by psaha0061
11

Answer:

নিম্নবর্গের ইতিহাসের উপর আলোক পাত করেছেন এমন কয়েকজন গবেষক এর নাম হল --- রনজিৎ গুহ, সুমিত সরকার, শাহিদ আমিন, গৌতম ভদ্র প্রমুখ।।

please mark me Brainlist.......

Answered by payalchatterje
3

Answer:

৯৬০-৭০ এর দশকে নতুন সামাজিক ইতিহাসচর্চার সূত্রপাত হয় ইউরোপে। সূত্রপাত করে ফ্রান্সের এন্যাল পত্রিকা গোষ্ঠী।

এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ১৯৮০ দশকে ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন ইতিহাসবিদ শুরু করেন সমাজের নিম্নবর্গের মানুষের জীবন সংগ্রামের ইতিহাস। এই ইতিহাসই নিম্নবর্গের ইতিহাস নামে পরিচিত।

নিম্নবর্গের ইতিহাসের উপর আলোক পাত করেছেন এমন কয়েকজন গবেষক হলেন:

১) রণজিৎ গুহ

২) সুমিত সরকার

৩) শাহিদ আমিন

৪) গৌতম ভদ্র, প্রমুখ।

নিম্নবর্গের ইতিহাস : ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চার প্রবর্তক রণজিৎ গুহ নিম্নবর্গ বলতে বুঝিয়েছেন কৃষক, শ্রমিক, শহুরে জনতা এবং নিম্নবর্গের মহিলাদেরও। নিম্নবর্গের ইতিহাস বলতে বােঝায়, সমাজের নীচুতলার মানুষের ইতিহাসকে। ১৯৮২ খ্রিস্টাব্দে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস রচনা পদ্ধতির কথা তুলে ধরেন যা ‘সাবল্টার্ন স্টাডিজ’ নামে পরিচিত।

ইতিহাস সম্পর্কে আরও জানুন,

1) https://brainly.in/question/42356982

2) https://brainly.in/question/16094192

Similar questions