History, asked by mandirasingh06, 19 days ago

খাদ্য সংগ্রাহক মানুষের খাদ্য-উৎপাদকে রূপান্তরিত হওয়ার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন?​

Answers

Answered by manjushasawant28
13

Answer:

इतिहासाच्या अभ्यासात मानवी अन्न उत्पादनाचे परिवर्तन महत्वाचे का आहे?

Answered by sr3958448
0

Answer:

আদিম বনচারী মানুষ বনের ফলমূল জোগাড় করে খেত। শিকার করে খাদ্য সংগ্রহ করত। ক্রমে প্রকৃতির কাছে শিক্ষা নিয়ে এবং নিজের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটিয়ে নিজের খাদ্য মানুষ নিজে উৎপাদন করতে শেখে। সভ্যতার গতিপথে এটা ছিল মানুষের এক বিরাট পদক্ষেপ।

গুরুত্ব :-

1. স্বাতন্ত্র্য - জীবজগতে মানুষই একমাত্র জীব, যে খাদ্য উৎপাদন করতে শিখেছিল।

2. কৃষির সূচনা - খাদ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে কৃষিকাজের সূচনা হয়।

3. স্থায়ী বসতি - কৃষির সূচনা সঙ্গে মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে তোলে।

4. উদবৃও - মানুষ কৃষির সূচনা করলে নিজের প্রয়োজনীয় খাদ্যের অতিরিক্ত উদবৃও হয় এবং এই উদবৃওকে কেন্দ্র করে শুরু হয় দ্বন্ধ, যা ইতিহাসেরমূল চালিকাশক্তিতে পরিণত হয়েছিল। তাই ইতিহাস চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ।

Similar questions