Political Science, asked by hibaakhtar25, 1 day ago

রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের উপায় ?​

Answers

Answered by hvnter
0

Answer:

wdym?a ajsjsisjja aJjan wjab a aja a ai aJ i a aj aN Ia ja anan aja aj aja aja wja

Answered by priyampatra035
0

Answer:

Answer given below‼️⬇️

Explanation:

১. আগামী ২০২২ সালে বাঘের সংখ্যা বর্তমান সংখ্যা থেকে বাড়িয়ে দ্বিগুণ করতে হবে;

২. বাঘ ও বাঘের আবাসস্থল হিসেবে চিহ্নিত বনাঞ্চলসমূহকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে;

৩. বাঘের আবাসস্থলসমূহকে জীববৈচিত্র্য সংরক্ষণের মূল আধার হিসেবে চিহ্নিত করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে;

৪. বাঘসমৃদ্ধ বনাঞ্চলে কোনো শিল্পকারখানা স্থাপন, খনিজ পদার্থ উত্তোলন বা পরিবেশ দূষণের মতো কোনো কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না;

৫. বনাঞ্চলের চলমান টহল ব্যবস্থা উন্নত করে বাঘ ও বাঘের শিকার প্রাণীর নিধন বন্ধ করতে হবে;

৬. বাঘ সংরক্ষণের মাধ্যমে ইকোট্যুরিজম সম্প্রসারিত করে উক্ত কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে;

৭. বাঘ ও মানুষের দ্বন্দ্ব ও সংঘাত নিরসনের জন্য গণসচেতনতা সৃষ্টি, প্রশিক্ষণ প্রদান ও সময়োপযোগী বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৮. দুই দেশের সীমান্তসংলগ্ন বাঘসমৃদ্ধ বনাঞ্চলে বাঘের চলাচল যাতে ব্যাহত না হয় তার জন্য ট্রান্সবাউন্ডারি ইস্যু নিয়ে যৌথ প্রটোকল স্বাক্ষর করতে হবে;

৯. বাঘ, বাঘের দেহাবশেষ ও চামড়া পাচার রোধ করার জন্য CITES, INTERPOL, ASIAN-WEN ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সহয়তা গ্রহণ করতে হবে;

১০. বাঘ ও বাঘের শিকার প্রাণী নিধনের জন্য চলমান বন্যপ্রাণী আইনসমূহে শাস্তির বিধান বৃদ্ধি করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে;

১১. বনাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠী ও জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে;

১২. বনাঞ্চলে বাঘ ও শিকার উপযোগী প্রাণীর অবস্থা ও সংখ্যা নির্ধারণের জন্য নিয়মিতভাবে তথ্যউপাত্ত সংগ্রহ ও উন্নত বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করতে হবে;

১৩. বাঘসমৃদ্ধ বনাঞ্চলে বনজদ্রব্য আহরণ সীমিত ও হ্রাস করতে হবে এবং এর বিকল্প আয়ের উৎস হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে Forest Carbon Financing যেমন REDD+, PES GER ইত্যাদি সহায়তা গ্রহণের উদ্যোগ নিতে হবে;

১৪. প্রতিটি দেশকে বাঘ সংরক্ষণে কর্মপরিকল্পনা (Tiger Action Plan) প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে;

১৫. সরকার অনুমোদিত জাতীয় বাঘ সংরক্ষণ কর্মসূচি ((National Tiger Recovery Programme) বাস্তবায়ন করতে হবে এবং

১৬. প্রতি বছর ২৯ জুলাই ‘বিশ্ব বাঘ দিবস’ উদ্‌যাপন করে বাঘ সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

Similar questions