কি কবিতার রূপ বঙ্গভূমির প্রতি ?
Answers
Answer:
বঙ্গভূমির প্রতি কবিতার ব্যাখ্যা
"রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।"
কবিতার প্রথম পংক্তিতে কবি বঙ্গভূমিকে 'মা' সম্বোধন করে মায়ের চরণে মিনতি করে বলেছেন, বঙ্গভূমি যেন তাঁর দাস সম পুত্র তথা কবিকে মনে রাখেন।
"সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন ক'রো না গো তব মনঃকোকনদে।"
এখানে কবি বলেছেন, মনের সাধ পূরণ করতে গিয়ে কবি যদি কোনো ভুলত্রুটি (পরমাদ = প্রমাদ = ভুল) করে থাকেন, তবুও বঙ্গভূমি যেন তাঁর মন-পদ্মকে মধু-হীন না করেন। এখানে মধু শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে: মধু বা মকরন্দ ও মধুসূদন। কোকনদ কথার অর্থ লাল পদ্ম। বঙ্গভূমির মন কবির কাছে এক পদ্ম ফুলের মতো। পদ্মের মধ্যে যেমন মধু থাকে, বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধু-কবিও বাস করার বাসনা প্রকাশ করেছেন।
প্রবাসে, দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে,— নাহি খেদ তাহে।"
প্রবাস তথা বিদেশে বসবাস করতে করতে কবির জীবন রূপ তারাটি যদি দেহ রূপ আকাশ থেকে খসে পড়ে, অর্থাৎ কবির যদি আকস্মিক মৃত্যু হয়, তবুও কবির মনে কোনো খেদ বা দুঃখ থাকবে না।
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?"
কবি জানেন জন্মিলেই মরতে হবে। কে, কবে, কোথায় অমর থাকে? জীবন-নদীর জল কবেই বা স্থির থাকে? অর্থাৎ এই পৃথিবীতে কেউই অমর নয়। কবিকেও একদিন মরতেই হবে।
মৃত্যুকে ভয় পান না। অমৃত হ্রদে পড়লে মক্ষিকা তথা মাছিও মরে না। তেমনি ভাবে বঙ্গভূমির অমৃততুল্য মনের মধ্যে কবি যদি স্থান পান, তাহলে কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন।
"সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন —"
মনুষ্যকুলে সেই ধন্য, লোকে যাকে কখনও ভুলে যায় না, সবাই যাকে সর্বদা মনের মন্দিরে সেবা করে।
কিন্তু কোন্ গুণ আছে, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!"
এখানে কবি বঙ্গভূমিকে 'শ্যামা' ও 'জন্মদা' সম্বোধন করে বলেছেন, কিন্তু তাঁর এমন কী গুণ আছে, যে জন্য তিনি এ হেন অমরতা চেয়ে নেবেন? অর্থাৎ কবি বলতে চাইছেন তিনি এমন কোনো গুণের অধিকারী নন, যে গুণের জন্য তিনি জন্মভূমির কাছে অমরতা চাইতে পারেন।
"তবে যদি দয়া কর, ভুল দোষ, গুণ ধর, অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!—"
তবে সেই সঙ্গে কবি এও বলেছেন, বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন, তাঁর দোষগুলি ভুলে কেবল গুণগুলিই ধরেন, তবে সু-বরদা(যিনি ভালো বর দান করেন) বঙ্গভূমি যেন কবিকে অমর করে বর দান করেন।
"ফুটি যেন স্মৃতি-জলে, মানসে, মা, যথা ফলে মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!"