World Languages, asked by byekoro542, 1 day ago

কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো কি কি​

Answers

Answered by mustafaahmedbarbhuiy
6

Answer:

কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়ঃ

ইংরেজী Central tendency অর্থ কেন্দ্রীয় প্রবণতা । আমরা আগেই জেনেছি কেন্দ্র শব্দের অর্থ মাঝামাঝি এবং প্রবণতা শব্দের অর্থ ইচ্ছা বা ঝোক । পরিসংখ্যানে তথা তথ্য উপাত্তে দেখা যায় যে বেশির ভাগ ক্ষেত্রে মাঝা মাঝি মানের গণসংখ্যা বেশি সংখ্যাক হয় । যেমন , সমাজে গরীব , মধ্যবিত্ত এবং ধনী লোকের সংখ্যা বা গণসংখ্যা গণনা করলে দেখা যাবে মধ্যবিত্ত লোকের গণসংখ্যা বা সংখ্যা বেশি বা পুঞ্জিভূত । বেটে , মাঝারি ও লম্বা লোকের সংখ্যা বা গণসংখ্যা গণনা করলে দেখা যাবে মাঝারি সাইজের লোকজন সমাঝে বেশি বা পুঞ্জিভূত আছে । ক্লাসে মেধাবী ছাত্র - ছাত্রী এবং খারাপ ছাত্র - ছাত্রী কম থাকে কিন্তু মধ্যম মানের ছাত্র - ছাত্রী বেশি থাকে । অর্থাৎ গণসংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় সব ক্ষেত্রেই মাঝামাঝি স্থানের গণসংখ্যা বেশি সংখ্যাক জড়ো বা পুঞ্জিভূত হওয়ার ঝোক বা প্রবণতা । মাঝামাঝি স্থানকে কেন্দ্র বলা হয়ে থাকে ঝোক কে প্রবণতা বলা হয়ে থাকে আর একত্রিত হওয়াকে বা জড়সড় হওয়াকে ভালো বাংলায় পুঞ্জিভূত বলা হয়ে থাকে । সুতারং কেন্দ্রীয় প্রবণতা হলো কেন্দ্রের দিকে জড়সড় বা পুঞ্জিভূত হওয়ার ঝোক বা প্রবণতা । অর্থাৎ তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রায় সকল ক্ষেত্রে তথ্য উপাত্তের মাঝামাঝি মানের তথ্য উপাত্ত বেশি হওয়ার প্রবণতা । তাই , তথ্য উপাত্তের কেন্দ্রের দিকে পুঞ্জিভূত হওয়ার প্রবণতা কেই কেন্দ্রীয় প্রবণতা বা Central tendency বলে।

কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি সমূহঃ

তথ্য উপাত্তে মাঝা মাঝি মানের গণসংখ্যা সবসময় বেশি হওয়ার প্রবণতা রয়েছে । যাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলে থাকি । কেন্দ্রীয় প্রবণতা বা গণসংখ্যার মাঝামাঝি অবস্থান নির্ণয় করার ৩ টি পদ্ধতি রয়েছে । অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ৩ টি । যথা ■ ১.গড় ■ ২. মধ্যক ■ ৩. প্রচুরক

This method is also made by: M MAB

Similar questions